নাটোরের লালপুর উপজেলার কদিমচিলান ইউনিয়ন পরিষদের এক ওয়ার্ড সদস্য নিখোঁজ হয়েছেন। এ কারণে ওই নিখোঁজ ওয়ার্ড সদস্যদের স্ত্রীকে মাসিক ভাতা তোলার সুযোগ দেন ইউপি চেয়ারম্যান সেলিম রেজা। এ ঘটনা জানাজানি হলে বিপদে পড়েন চেয়ারম্যান।
ইউপি চেয়ারম্যান সেলিম রেজা মঙ্গলবার বিকালে ইউনিয়ন পরিষদে এক সংবাদ সম্মেলনে বলেন, ১ নং ওয়ার্ডের সদস্য আবুল কালাম আজাদ ৩০ এপ্রিল পর্যন্ত পরিষদে কর্মরত ছিলেন। এরপর হঠাৎ নিরুদ্দেশ হন। এতে তার অসহায় স্ত্রী মাসুদা বেগমের অনুরোধে পরিষদের সভার সিদ্ধান্ত মোতাবেক ওয়ার্ড সদস্য আবুল কালামের মে এবং জুন মাসের ভাতা তার স্ত্রীকে উত্তোলনের সুযোগ দেওয়া হয়। এ ঘটনা জানাজানি হলে বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়।
সেলিম রেজা বলেন, তার স্ত্রী সন্তানদের অনুরোধে মানবিক কারণে তার দুই মাসের ভাতার টাকা দেওয়া হয়েছে।
এদিকে ওয়ার্ড সদস্য আবুল কালাম আজাদ দেশের বাইরে (কাতারে) পাড়ি জমিয়েছেন বলে ২৭ আগস্ট উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ জানালে উপজেলা নির্বাহী আফিসার বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন।
Leave a Reply