জাতীয় পার্টির প্রাক্তন চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহাম্মদ এরশাদের ছেলে সাদ এরশাদ সিলেটে আসছেন। এরশাদের মৃত্যুতে শূন্য হওয়া রংপুর-৩ আসনের উপনির্বাচনে জাতীয় পার্টি থেকে প্রার্থী হয়েছেন সাদ। নির্বাচনের আগে সিলেটে আসছেন তিনি।
আজ শনিবার সকাল ১১টায় বিমানযোগে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন সাদ এরশাদ। তার এই সিলেট আগমনকে দলীয় সাংগঠনিক গতিশীলতা আনয়নে কাজে লাগাতে চায় জাতীয় পার্টি। এ লক্ষ্যে শোডাউনের প্রস্তুতিও নিয়েছে দলটি।
জানা গেছে, সাদ এরশাদ সিলেটে পৌঁছে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) এর মাজার জিয়ারত করবেন। দুপুরের দিকে তিনি সার্কিট হাউসে সিলেট জাতীয় পার্টির নেতাকর্মীদের সাথে সাক্ষাৎ করবেন।
সূত্র মতে, এরশাদের অবর্তমানে ধীরে ধীরে জাতীয় পার্টির নেতৃত্বের সামনের সারিতে আসবেন সাদ এরশাদ। ফলে এবার সিলেটে এসে জাতীয় পার্টির দায়িত্বশীল নেতাদের সাথে কথা বলে নিজের গ্রহণযোগ্যতা বাড়ানোর চেষ্টা করবেন তিনি। এছাড়া সিলেটে জাতীয় পার্টিকে গতিশীল করতে দিকনির্দেশনাও দেবেন সাদ।
সাদ এরশাদের সাথে কেন্দ্র্রীয় দু-তিনজন নেতা থাকতে পারেন বলে জানা গেছে।
এ বিষয়ে সিলেট জেলা জাতীয় পার্টির সদস্যসচিব ওসমান আলী বলেন, ‘সাদ এরশাদের সিলেট আগমন ঘিরে এখানে জাতীয় পার্টির নেতাকর্মীরা আরো উজ্জীবিত হবে। তাকে বরণে আমাদের প্রস্তুতি আছে। নেতাকর্মীদের সাথে তিনি বসবেন, কথা বলবেন, দিকনির্দেশনা দেবেন।’
Leave a Reply