লঙ্কান অভিজ্ঞ দশ ক্রিকেটার ছাড়াই পাকিস্তান সফর করবে শ্রীলঙ্কা ক্রিকেট দল। তাদের ছাড়াই পাকিস্তান সফরের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। দিমুথ করুনারত্নের স্থানে লাহিরু থিরিমান্নেকে ওয়ানডে দলের নেতৃত্ব দেওয়া হয়েছে। লাসিথ মালিঙ্গার জায়গায় টি-২০ দলের নেতৃত্ব দেবেন দাশুন সানাকা।
পাকিস্তানে আগামী ২৭ সেপ্টেম্বর শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এরপর তিন তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে শ্রীলঙ্কা। ঘরের মাঠে কোচ হিসেবে অভিষেক হবে পাকিস্তান কোচ মিসবাহ উল হকের।
শ্রীলঙ্কার ওয়ানডে দল:
লাহিরু থিরিমান্নে (অধিনায়ক), ধানুশকা গুনাথিলাকা, সাদিরা সামারাউইকরা, আভিস্কা ফার্নান্দো, অসাদা ফার্নান্দো, সেহান জয়সুরিয়া, দাশুন সানাকা, মিনোদ ভানুকা, অ্যাঞ্জেলো পেরেরা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, লক্ষ্ণণ সান্দাকান, নুয়ান প্রদীপ, ইসুরু উদানা, কাশুন রাজিথা, লাহিরু কুমারা।
শ্রীলঙ্কা টি-২০ দল:
দাশুন সানাকা (অধিনায়ক), ধানুশকা গুনাথিলাকা, সাদিরা সামারাউইকরা, আভিস্কা ফার্নান্দো, অসাদা ফার্নান্দো, সেহান জয়সুরিয়া, মিনোদ ভানুকা, অ্যাঞ্জেলো পেরেরা, ভানুকা রাজাপাকশে, লাহিরু মাদুস্কা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, লক্ষ্ণণ সান্দাকান, নুয়ান প্রদীপ, ইসুরু উদানা, কাশুন রাজিথা, লাহিরু কুমারা।
Leave a Reply