7
গোলাপগঞ্জে র্যাব পরিচয়ে এক শিক্ষককে তুলে নেয়ার অভিযোগ পাওয়া গেছে! গত ৫ আগস্ট উপজেলার ২ নং সদর ইউনিয়নে এ ঘটনা ঘটে। পরে ১১ আগস্ট শিক্ষক জাবেদ আহমদ বাদী হয়ে গোলাপগঞ্জ মডেল থানায় অজ্ঞাতনামা ৪ জনকে আসামী করে একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগে জানা যায়, পুর্ব বিরোধের জেরে অভিযোগপত্রে উল্লেখিত আসামীরা র্যব পরিচয়ে শিক্ষক জাবেদ আহমদকে তুলে নিয়ে যায়। এবং মুক্তিপণ দাবী করে।
এ ঘটনার সত্যতা জানিয়ে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মিজানুর রহান জানান, বিষয়টি সম্পর্কে অবগত আছি। এটি গ্রাম্য বিচারাধীন রয়েছে।
Leave a Reply