বৃষ্টির কারণে চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনের খেলা শুরু হতে দেরি হচ্ছে। রবিবার (৮ সেপ্টেম্বর) নির্ধারিত সময় সকাল ১০টা খেলা শুরু হওয়ার কথা থাকলেও শনিবার রাত থেকেই থেমে থেমে বৃষ্টির কারণে পুরো মাঠ ভেজা থাকায় খেলা শুরু হতে বিলম্ব হচ্ছে।
রবিবার সকালে আবহাওয়া অফিস জানিয়েছে, আজ সারা দিন মেঘ-বৃষ্টির খেলা চলবে চট্টগ্রামে।
এদিকে টেস্টের তৃতীয় দিনও আলোক স্বল্পতার কারণে কয়েক ওভার কম খেলা হয়েছে। ফলে রবিবার কিছুক্ষণ আগে খেলা শুরু হওয়ার কথা ছিল। তবে বেরসিক ক্রিকেটারদের ড্রেসিং রুমে বন্দি করে রেখেছে।
টেস্টের তৃতীয় দিন শেষে ৮ উইকেটে ২৩৭ রান সংগ্রহ করা আফগানদের লিড এখন ৩৭৪ রানের। আফসার জাজাই ৩৪ রানে অপরাজিত আছেন।
এর আগে রহমত শাহর ইতিহাস গড়া সেঞ্চুরিতে প্রথম ইনিংসে আফগানদের করা ৩৪২ রানের জবাবে ২০৫ রানে গুটিয়ে যায় স্বাগতিক বাংলাদেশ।
Leave a Reply