তিনবছর পালিয়ে থাকার পর অবশেষে পুলিশের হাতে গ্রেপ্তার হলেন বিশ্বনাথের সিরাজুল ইসলাম সিরাজ (৫৫)। তিনি উপজেলার মদনপুর কুমারপাড়া গ্রামের মৃত আলতাবুর রহমানের ছেলে।
শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুর ২টায় তার নিজ গ্রাম থেকে বিশ্বনাথ থানা পুলিশের এএসআই শফিকুল ইসলাম তাকে গ্রেপ্তার করেন।
পুলিশ জানায়, সিরাজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাসহ ৩ বছরের সাজা, ৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো ৬ মাসের সাজা রয়েছে। তার বিরুদ্ধে বিশ্বনাথ থানায় মাদক আইনে মামলা রয়েছে। মামলা নং জিআর নং ৯৩৫/১৫, বিশ্বনাথ ১৪৩/১৫ইং।
Leave a Reply