দলের প্রাণভোমরা লিওনেল মেসিকে ছাড়া ঠিক যেন ছন্দটা খুঁজে পাচ্ছে না আর্জেন্টিনা। তাইতো জয়টাও থেকে যাচ্ছে অধরা। এবার আর্জেন্টিনাকে জয় বঞ্চিত করলো চিলি। কনমেবলের সমালোচনা করায় তিন মাসের নিষেধাজ্ঞার কারণে চিলির বিপক্ষে মাঠে ছিলেন না মেসি। সেই ম্যাচে গোলশূন্য ড্র করেছে স্কোলোনির শিষ্যরা।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টা যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে মুখোমুখি হয় লাতিন আমেরিকার দুই দেশ।
ম্যাচের শুরু থেকেই পাওলো দিবালা, লাওতারো মার্তিনেজ ও কোরেয়ারা একের পর এক আক্রমণ চালালেও চিলির রক্ষণভাগে ফাটল ধরাতে পারেনি।
গোটা ম্যাচে বল পজিশনে দু’দল সমান থাকলেও টোটাল পাসে চিলিই ছিল এগিয়ে।
নির্ধারিত ৯০ মিনিটে গোল দল জালের দেখা না পেলে ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় দুই দলকে।
সবশেষ গত জুলাইয়ে কোপা আমেরিকার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে চিলিকে ২-১ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা।
আগামী ১১ সেপ্টেম্বর মেক্সিকোর বিপক্ষে আরেকটি প্রীতি ম্যাচের পরীক্ষায় নামবে আলবেসেলেস্তারা।
Leave a Reply