দেশের জনপ্রিয় ৪০ তারকার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের কপি হাতে নিয়ে তাদের হুমকি দেয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে জুবাইর নামে এক ব্যক্তির বিরুদ্ধে। লন্ডনে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের কথা বলে তাদের কাছ থেকে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের কপি নিয়েছিল জুবাইর।
এ ঘটনায় রাজধানীর গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
জিডিতে উল্লেখ করা হয়েছে, হুমকি দেয়া ব্যক্তি নিজেকে প্রবাসী বাংলাদেশি ও নাম জুবাইর পরিচয় দিয়েছেন।
হুমকি পাওয়া তারকাদের মধ্যে আছেন- চিত্রনায়ক ফেরদৌস, সংগীতশিল্পী ফাহমিদা নবী, আগুন, কনা, দিনাত জাহান মুন্নী, আঁখি আলমগীর, ইমরান, গীতিকার কবির বকুল, অভিনেত্রী সোহানা সাবাসহ অনেকে।
এ বিষয়ে হুমকি পাওয়া একাধিক তারকার সঙ্গে কথা বলে জানা যায়, একটি ব্রিটিশ মুঠোফোন নম্বর থেকে শিল্পীদের মুঠোফোনে বার্তা পাঠিয়ে এই হুমকি দেয়া হচ্ছে। মুঠোফোনে পাঠানো হুমকি বার্তায় প্রেরকের নাম ‘জুবাইর’ উল্লেখ করা হয়েছে।
শিল্পীরা জানান, গেল মাসে লন্ডন থেকে জুবাইর পরিচয়ে মুঠোফোনে তাদের সঙ্গে যোগাযোগ করে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের বিষয়টি জানানো হয়। পরে সবার কাছ থেকে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের কপি নেন জুবাইর। এবং বলেন, ২৫ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর লন্ডনে ‘বাংলাদেশ মেলা’ নামে সাংস্কৃতিক উৎসব আয়োজন করা হবে। অনুষ্ঠানের বিষয়ে কথা বলতে ৩ সেপ্টেম্বর ঢাকায় আসবেন বলেও জানান জুবাইর।
২ সেপ্টেম্বর ফোন করে জুবাইর জানান, তিনি ফ্লাইটে উঠেছেন, ৩ সেপ্টেম্বর বিকেলের মধ্যে ঢাকায় পৌঁছে যাবেন। সবাই যেন এদিন সন্ধ্যা সাড়ে ৬টার মধ্যে গুলশানে হোটেল ওয়েস্টিনে চলে আসেন।
সেই অনুযায়ী, গত মঙ্গলবার নির্ধারিত সময়ে প্রায় ৪০ জন তারকাশিল্পী হোটেল ওয়েস্টিনে চলে আসেন। এরপরই মুঠোফোনে হুমকি দিয়ে হোটেলে উপস্থিত সবাইকে বার্তা পাঠান জুবাইর নামধারী ওই ব্যক্তি।
এ ঘটনায় মঙ্গলবার রাতেই শিল্পীদের পক্ষ থেকে গুলশান থানায় জিডি করা হয়। জিডির পরও হুমকি দেয়া হচ্ছে বলে জানিয়েছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম কামরুজ্জামান।
পুরো ঘটনাটিকে বিব্রতকর ও অসম্মানজনক বলে উল্লেখ করে করেছেন হুমকি পাওয়া তারকারা।
Leave a Reply