সিলেটের ফেঞ্চুগঞ্জের এক বিদ্যালয়ে এক ছাত্রের ঘুষিতে তার সহপাঠী আরেক ছাত্রের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বেলা দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, ফেঞ্চুগঞ্জের কাসিম আলী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে শ্রেণিকক্ষের প্রথম সারির বেঞ্চে বসাকে কেন্দ্র করে অষ্টম শ্রেণির ছাত্র সাইফুল ইসলাম ও মাহিদ ইসলাম দ্বন্দ্বে জড়িয়ে পড়ে। তখন এক পর্যায়ে সাইফুল মাহিদকে ঘুষি মারে। এর ফলে তার মৃত্যু ঘটে।
সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একই ক্লাসের সহপাঠীর ঘুষিতে আরেক সহপাঠীর মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে।
বিস্তারিত আসছে…
Leave a Reply