রাজধানীর মালিবাগ ফ্লাইওভারে পাঠাও মোটরসাইকেল চালক মিলনকে হত্যা করে তার মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনায় একজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। তার নাম নুরুজ্জামান অপু।
রবিবার (১ সেপ্টেম্বর) রাতে নোয়াখালীর কোম্পানিগঞ্জ থেকে অপুকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির (পূর্ব) খিলগাঁও অঞ্চলের এডিসি জুয়েল রানা।
পুলিশ জানিয়েছে, অপু হত্যার কথা স্বীকার করেছে। ঘটনার বিবরণে তিনি জানিয়েছেন, ওইদিন গুলিস্তান যাওয়ার জন্য ৫০ টাকা ভাড়ায় তিনি মালিবাগ আবুল হোটেল থেকে মিলনের মোটরসাইকেলে ওঠেন।
অপু মাদকাসক্ত ও পেশাদার মোটরসাইকেল ছিনতাইকারী বলেও জানিয়েছে পুলিশ।
আজ (সোমবার) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তার বিষয়ে আরও বিস্তারিত জানানো হবে।
Leave a Reply