ন্যাটো নেতৃত্বাধীন মিশন জানিয়েছে, আফগানিস্তানে অভিযানের সময় এক মার্কিন সেনা নিহত হয়েছে।
তবে তার মৃত্যু কিভাবে হয়েছে সে সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।
শুক্রবার দেশটিতে নিয়োজিত সেনা কমানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যেই এই নিহত হওয়ার ঘটনা ঘটলো।
এক বিবৃতিতে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানায়, মার্কিন প্রতিরক্ষা দফতরের নিয়ম অনুযায়ী ২৪ ঘণ্টার মধ্যে ওই নিহতের কোনো পরিচয় জানানো হচ্ছে না।
এর আগে গত সপ্তাহেই দুজন মার্কিন সেনা হত্যার দায় স্বীকার করেছিলো তালেবান। চলতি বছর এই নিয়ে ১৭ জন মার্কিন সেনা প্রাণ হারিয়েছে। তবে শুক্রবারের ওই ঘটনায় কেউ এখনও দায় স্বীকার করেনি।
Leave a Reply