নারী ও শিশুর প্রতি সহিংসতারোধে নারী ও শিশু অধিকার ফোরাম গঠন করেছে বিএনপি।
শুক্রবার নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান দলের স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়।
ফোরামের প্রধান উপদেষ্টা গয়েশ্বর চন্দ্র রায়। তিনি ছাড়াও এতে উপদেষ্টা হিসেবে রয়েছেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী, ডা. এ জেড এম জাহিদ হোসেন, অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
বিএনপির স্থায়ী কমিটি সদস্য বেগম সেলিমা রহমানকে ফোরামের আহবায়ক এবং অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরিকে সদস্য সচিব করা হয়েছে।
সেলিমা রহমান বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশের নারী ও শিশুদের অধিকার রক্ষায় অগ্রণী ভূমিকা পালনের লক্ষ্য নিয়ে ‘নারী ও শিশু অধিকার ফোরাম’ শিরোনামে একটি জাতীয় কমিটি গঠন করেছে। বর্তমান ভয়াবহ অনাচার-দুরাচারের বিরুদ্ধে এটি আমাদের একটি সামাজিক আন্দোলন।’
ফোরামের সদস্যদের মধ্যে রয়েছেন আজিজুল বারী হেলাল, আমিনুল হক,রাশেদা বেগম হিরা,মীর সরফত আলী সপু, অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, হাবিবুল ইসলাম হাবিব, মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, লুৎফর রহমান কাজল,আফরোজা আব্বাস প্রমুখ।
Leave a Reply