শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে মাউন্ট এডোরা হাসপাতালের সাথে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের উপাচার্যের সম্মেলন কক্ষে এ চুক্তি স্বাক্ষর করা হয়। বিশ্ববিদ্যালয়ের পক্ষে এ চুক্তিতে স্বাক্ষর করেন রেজিস্ট্রার ইশফাকুল হোসেন এবং মাউন্ট এডোরা হাসপাতালের পক্ষে স্বাক্ষর করেন ডা. মো: নজরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, প্রক্টর অধ্যাপক জহির উদ্দিন আহমদ, সুরমা মেডিকেল সার্ভিসেস লিমিটেড এর চেয়ারম্যান ডা. এম এ আহবাব, ডা. সৈয়দ মাহমুদ হাসান।
উল্লেখ্য, চুক্তিতে উল্লেখ করা হয়েছে হাসপাতালে যেকোন ধরনের চিকিৎসাজনিত টেস্টে ২৫% এবং মেডিকেলে ভর্তি হলে ১০% ছাড় দেয়া হবে।
Leave a Reply