নিউইয়র্ক : নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার ৭৪তম জন্মদিনের কেক কাটার পাশাপাশি দোয়া-মাহফিল হলো ১৪ অগাস্ট বুধবার রাতে। ব্রুকলীনে সুগন্ধ্যা রেস্টুরেন্টের মিলনায়তনের এ অনুষ্ঠান থেকে কারাবন্দি খালেদা জিয়ার অসুস্থতার সংবাদে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। খালেদা জিয়ার পছন্দের চিকিৎসকের মাধ্যমে চিকিৎসার স্বার্থে তাকে মুক্তি দানের দাবিও জানানো হয়।
যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক জ্যেষ্ঠ সহ-সভাপতি ও বাংলাদেশ সোসাইটির বোর্ড অব ট্রাস্টির মেম্বার অধ্যাপক দেলোয়ার হোসেন এ সময় প্রচন্ড ক্ষোভের সাথে বলেন, ‘৩ বারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে রাজনৈতিক প্রতিহিংসাপরায়নভাবে কারাগারে আটক রাখা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের বিরুদ্ধে একের পর এক মামলা দায়ের করা হচ্ছে। এ ধরনের স্বৈরাচারি আচরণে গোটা বাংলাদেশ আজ হতভম্ব। এহেন অবস্থার অবসানে বাংলাদেশী জাতীয়তাবাদি আদর্শে উজ্জীবিতদের ইস্পাতদৃঢ় ঐক্যের বিকল্প নেই।’
সংক্ষিপ্ত এ অনুষ্ঠান পরিচালনা করেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল। নেতৃবৃন্দের মধ্যে আরো ছিলেন সাবেক যুগ্ম সম্পাদক হেলাল উদ্দিন, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা দলের সভাপতি আলহাজ্ব বাবর উদ্দিন, বিএনপি নেতা এমলাক হোসেন ফয়সল, এস এম ফেরদৌস, ব্রুকলীন বিএনপির সেক্রেটারি জাহাঙ্গির সোহরাওয়ার্দি প্রমুখ। উল্লেখ্য, ৬ বছর আগে যুক্তরাষ্ট্র বিএনপির কমিটি ভেঙ্গে দেয়া হয়েছে। নতুন কমিটি না হওয়ায় ৬ ভাগে বিভক্ত হয়ে নানা কার্যক্রম চলছে নিউইয়র্কে। অপর গ্রুপগুলোর নেতৃত্বে রয়েছেন গিয়াস আহমেদ, আকতার হোসেন বাদল, এম এ বাতিন, আলহাজ্ব আবু তাহের, শরাফত হোসেন বাবু, মিল্টন ভ’ইয়া, পারভেজ সাজ্জাদ, জসীম ভ’ইয়া প্রমুখ।
Leave a Reply