নিউইয়র্ক : নিউইয়র্কে জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস এসোসিয়েশন অব এনওয়াই (জেবিবিএ)’র পথমেলা আগামী ২৫ আগস্ট রোববার অনুষ্ঠিত হবে। বাঙালীদের ব্যবসায়িক প্রাণকেন্দ্র জ্যাকসন হাইটসে এ মেলায় বিভিন্ন পণ্যের প্রায় একশো স্টলের ব্যবস্থা থাকবে। গতকাল বৃহস্পতিবার বিকেলে জ্যাকসন হাইটসের তিতাস রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি আবুল ফজল দিদারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে সংগঠনের সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামরুল, হারুন ভূইয়া, ফাহাদ সোলায়মান, আবুল কাশেম, ইলিয়াস সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে আবুল ফজল দিদারুল ইসলাম জানান, জ্যাকসন হাইটসের ৭৩ স্ট্রিটের ৩৫ এবং এভিনিউর মাঝে ২৫ আগস্ট দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হবে। মেলায় থাকবে মজাদার খাবার, দেশীয় পিঠা, শাড়ী, গয়না সহ রকমারী পণ্য সামগ্রীরর ষ্টল। থাকবে আকর্ষণীয় র্যাফেল ড্র। বাংলাদেশী শিল্পীরা পরিবেশন করেন মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এ লক্ষে হারুণ ভূঁইয়াকে আহবায়ক মোহাম্মদ নমিকে সদস্য সচিব ও ফাহাদ সোলায়মানকে প্রধান সমন্বয়কারী করে একটি উপ কমিটি গঠন করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানান হয়।
Leave a Reply