পরিচ্ছন্নতা ও সৌন্দর্যের জন্য এশিয়ার সবচেয়ে সুন্দর গ্রামের তকমা পেয়েছে মেঘালয়ের মাওলিননং গ্রাম। তকমাই শেষ কথা নয়, এই গ্রামের বাসিন্দারাও যথেষ্ট সৌন্দর্য সচেতন। তারা সর্বদা নিজেদের গ্রামকে পরিচ্ছন্ন রাখতে উদ্যোগী।
পথের পাশে বাঁশের ডাস্টবিন
২০১৩ সালে মাওলিননং ওয়ার্ল্ড ক্লিনেস্ট ভিলেজের স্বীকৃতি পায়। এখানকার প্রায় সব মানুষই শিক্ষিত। সে জন্যই তারা ময়লা ফেলার জন্য ব্যবহার করেন বাঁশের তৈরি ডাস্টবিন। সেই বর্জ্য থেকেই সার উৎপন্ন হয়- যা চাষের কাজে লাগে।
প্রজাতি পাহারা দিচ্ছে ফুল!
এখানে রয়েছে রকমারি ফুল। গ্রামটি জুড়ে নানা রঙের ফুলের গাছ দেখে আপনি মুগ্ধ হয়ে যাবেন। ফুলগুলোকে পাহারা দেয় প্রজাপতি। গাছ থেকে ফুল তোলা একেবারেই নিষেধ। গ্রামবাসীদের পোশাকও দেখার মতো সুন্দর। এখানে মদ্যপানের অনুমতি নেই। পর্যটকরাও এ বিষয়টি মাথায় রেখেই সেখানে বেড়াতে যান।
স্বচ্ছ পানির মাঝে নৌকা
গ্রামবাসীরা পরিবেশ সচেতনতা থেকেই প্লাস্টিক ব্যবহার করেন না। মাওলিননং গ্রামটি এই সব কারণেই দেখার মতো। এখানকার মানুষেরা সবুজায়ণের উদ্দেশে নিয়মিত বৃক্ষরোপণ করে থাকেন।
বৃক্ষরোপণে ব্যস্ত গ্রামবাসী
মাওলিননং-এ যদিও ভালো মানের থাকার ব্যবস্থা নেই। তবে খুব সম্প্রতি গড়ে উঠেছে হোম স্টে। সেখানেই রাত্রিবাস করতে পারেন। অথবা শিলঙে থাকতে পারেন। পুজো আসরে দেরি নেই। তাহলে আর দেরি না করে টিকিট কেটেই ফেলুন। এবার পুজোয় আপনার ভ্রমণ গন্তব্য হোক মাওলিননং গ্রাম।
Leave a Reply