বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সবচেয়ে ভয়াবহ অবস্থার মধ্যে আছি- বাঁচব কি বাঁচব না, ডেঙ্গুতে আক্রান্ত হব কি হব না। আমাদের সাহেবরা যারা নাকে তেল দিয়ে দেশ পরিচালনা করছেন, তারা তো বলেন, সবকিছু ঠিক আছে, ডেঙ্গু নিয়ন্ত্রণে।
সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক স্মরণসভায় তিনি এসব কথা বলেন।
বিএনপি নেতা কে এম হেমায়েত উল্ল্যাহ আওরঙ্গের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
স্বাস্থ্যমন্ত্রীর উদ্দেশে মির্জা ফখরুল বলেন, জুন মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ৩৪ জন। গত তিন মাসে এটা মহামারি আকার ধারণ করেছে। দুঃখের বিষয় হলো- দেশের স্বাস্থ্যমন্ত্রী জানেন না, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কতজন মারা গেছেন।
স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবসহ দলের নেতাকর্মীরা।
Leave a Reply