ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি :: একনেকের তহবিলের ৪৬ কোটি টাকা ব্যয়ে সংস্কার ও প্রশস্তকরণের কাজ চলছে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার সদর সড়কে। কিন্তু কাজটিতে পুরাতন ইট ব্যবহারের অভিযোগ উঠেছে। এ নিয়ে গত ৩ আগস্ট প্রতিবেদন প্রকাশ হয় পাঠকপ্রিয় সিলেটভিউ২৪ডটকমে।
সড়ক থেকে খোড়ে তোলা নিম্নমানের ইট ব্যবহার করায় ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা। সিলেটভিউয়ে প্রতিবেদন প্রকাশের পর ব্যাপক আলোচনায় উঠে আসে বিষয়টি। এমনকি এ অনিয়মের বিরুদ্ধে অবস্থান নেওয়ার ঘোষণা দেয় ফেঞ্চুগঞ্জ যুবলীগ।
এ ব্যপারে খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহনের কথা জানিয়েছিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জসিম উদ্দিন।
সোমবার (৫ আগস্ট) ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জসিম উদ্দিন সিলেটভিউকে জানান, বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখা হচ্ছে, সিলেট সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীর সাথে আলাপ হয়েছে। নির্বাহী প্রকৌশলী বলেছেন এখানে নিম্নমানের ইট ব্যবহার করার কথা না। বিষয়টা খতিয়ে দেখতে দ্রুত সময়ের মধ্যে একজন ইঞ্জিনিয়ার পাঠানো হবে। ইঞ্জিনিয়ার ও উপজেলা নির্বাহী অফিসার যৌথ ভাবে বিষয়টি দেখে ব্যবস্থা নিবেন।
প্রসঙ্গত, ফেঞ্চুগঞ্জ উপজেলা সদর সড়কটি, ফেঞ্চুগঞ্জ ফেরিঘাট থেকে মাইজগাও হয়ে কলেজরোড-পালবাড়ি পর্যন্ত সংস্কার ও প্রশস্তকরন হওয়ার কথা।
Leave a Reply