সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ১২:০৫ অপরাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
ওয়ালটন এয়ার কন্ডিশনার আন্তর্জাতিক রেটিং দাবার শীর্ষে ৩ জন

ওয়ালটন এয়ার কন্ডিশনার আন্তর্জাতিক রেটিং দাবার শীর্ষে ৩ জন

 

ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে চলছে ‘ওয়ালটন এয়ার কন্ডিশনার আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতা-২০১৯।’

 

আজ সোমববার বিকেল পর্যন্ত জাতীয় ক্রীড়া পরিষদের তৃতীয় তলাস্থ দাবা ক্রীড়াকক্ষে চতুর্থ রাউন্ডের খেলা শেষ হয়েছে। চার রাউন্ড শেষে ৩ জন খেলোয়াড় পূর্ণ ৪ পয়েন্ট করে নিয়ে মিলিতভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন। এরা হলেন- বাংলাদেশ নৌবাহিনীর ক্যান্ডিডেট মাস্টার মো. শরীফ হোসেন, গোল্ডেন স্পোর্টিং ক্লাবের ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ ও লার্নিং চেস একাডেমির কাজী তাহেরুল ইসলাম।

 

সাড়ে তিন পয়েন্ট করে নিয়ে সাইফ স্পোর্টিং ক্লাবের গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান, শাহিন চেস ক্লাবের জাবেদ আল আজাদ ও গোল্ডেন স্পোর্টিং ক্লাবের তাহসিন তাজওয়ার জিয়া দ্বিতীয় স্থানে রয়েছেন।

 

আজ সকাল থেকে অনুষ্ঠিত চতুর্থ রাউন্ডের খেলায় ক্যান্ডিডেট মাস্টার শরীফ আব্দুল মোমিনকে, ফিদে মাস্টার পরাগ স্বর্নাভো চৌধুরীকে, তাহের মো. শরীয়ত উল্লাহকে, গ্র্যান্ড মাস্টার জিয়া মহিলা ফিদে মাস্টার শারমীন সুলতানা শিরিনকে, জাবেদ ক্যান্ডিডেট মাস্টার সুব্রত বিশ^াসকে, তাহসিন ক্যান্ডিডেট মাস্টার সোহেল চৌধুরীকে ও আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদকে পরাজিত করেন।

 

গতকাল রোববার রাতে অনুষ্ঠিত তৃতীয় রাউন্ডের খেলায় স্বর্নাভো আন্তর্জাতিক মাস্টার মিনহাজকে পরাজিত করেন এবং তাহসিন গ্র্যান্ড মাস্টার জিয়ার সাথে ড্র করেন।

 

 

পঞ্চম রাউন্ডের খেলা আজ সোমবার বিকালে শুরু হয়েছে। আগামীকাল মঙ্গলবার সকাল  ১০টা হতে একই স্থানে ষষ্ঠ রাউন্ডের খেলা শুরু হবে।

 

৯ রাউন্ড-সুইস-লিগ পদ্ধতিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। যেখানে গ্র্যান্ড মাস্টার, ফিদে মাস্টার, ইন্টারন্যাশনাল মাস্টাররা  খেলছেন। ছয়দিন ব্যাপী এই প্রতিযোগিতা ৮ আগস্ট পর্যন্ত চলবে।

 

এবারের প্রতিযোগিতার বিজয়ীরা ১,৫০,০০০ (দেড় লাখ) টাকার প্রাইজমানি পাবেন। এ ছাড়া পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে ৫০ হাজার টাকার আকর্ষণীয় হোম অ্যাপ্লায়েন্স দিয়ে বিজয়ীদের উৎসাহিত করা হবে।

 

এই প্রতিযোগিতার সহযোগিতায় রয়েছে ওয়ালটন গ্রুপের জনপ্রিয় ব্র্যান্ড মার্সেল। মিডিয়া পার্টনার এটিএন বাংলা। রেডিও পার্টনার রেডিও টুডে। আর অনলাইন পার্টনার হিসেবে রয়েছে দেশের অন্যতম জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডি ডটকম।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.

আর্কাইভ

August 2019
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

Weather

booked.net




© All Rights Reserved – 2019-2021
Design BY positiveit.us
usbdnews24