ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসান (১৩) নামে এক শিশু মারা গেছে।
সোমবার সকাল পৌনে ১০টায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। এ নিয়ে ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গুতে মারা যাওয়ার সংখ্যা দাঁড়াল ১৩ জনে।
ঢামেক হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. নাছির উদ্দীন বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার রাতে হাসানকে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সকালে শিশুটি মারা যায়ে।
তিনি বলেন, ‘আমাদের হিসাব মতে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা ১৩ জন। সোমবার হাসপাতালে ভর্তির সংখ্যা ১৮৩ জন।’
হাসান রাজধানীর সিপাহীবাগ এলাকায় বাবা-মার সঙ্গে থাকত।
Leave a Reply