ছোট পর্দার জনপ্রিয় অভিনয়শিল্পী ইরফান সাজ্জাদ ও সাফা কবির। ঈদুল আজহা উপলক্ষে নাটক-টেলিফিল্মের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তারা। এরই ধারাবাহিকতায় ‘আফটার ব্রেক’ নাটকে একসঙ্গে অভিনয় করলেন এই জুটি। এটি রচনা ও পরিচালনা করেছেন মানসুর আলম নির্ঝর।
গল্প প্রসঙ্গে এ পরিচালক জানান, গল্পে দেখা যাবে—মানসিক রোগে আক্রান্ত সাফা কবির। এজন্য প্রেমিক ওয়াহিদ ইকবাল মার্শালের সঙ্গে তার সম্পর্কটা ভালো যাচ্ছে না। এদিকে সাফা বেশ অসুস্থ হয়ে যাওয়ায় তাকে মনোরোগ বিশেষজ্ঞ ইরফান সাজ্জাদের কাছে নেয়া হয়। তারপরই শুরু হয় রোগী ও ডাক্তারের মধ্যকার সম্পর্কের টানাপোড়েন। তারপর ঘটতে থাকে নানা ঘটনা।
সম্প্রতি নাটকটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। সাফা-ইরফান ছাড়াও এতে অভিনয় করেছেন ওয়াহিদ ইকবাল মার্শাল, নিপা প্রমুখ। এটি প্রযোজনা করেছে ফ্যাক্টর থ্রি সলিউশনস ও সুইটডিশ এন্টারটেইনমেন্ট। ঈদুল আজহায় বেসরকারি টেলিভিশন বাংলাভিশনে প্রচার হবে নাটকটি।
Leave a Reply