সিলেট জেলা ব্যাডমিন্টন দলের সাবেক কৃতি খেলোয়াড় আবু আইয়ুব চৌধুরীর মাগফেরাত কামনায় সিলেটের সাবেক ও বর্তমান ব্যাডমিন্টন খেলোয়াড়দের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার রাত ৯টায় সিলেট আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে আয়োজিত দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন টিলাগড় কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মাওলানা বোরহান উদ্দিন ক্বাসেমী।
এসময় উপস্থিত ছিলেন, সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও সিলেট ব্যাডমিন্টন উন্নয়ন পরিষদের সভাপতি আজাদুর রহমান আজাদ, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাবেক কোষাধ্যক্ষ এএমএ মিরাজ জাকির, সাবেক ব্যাডমিন্টন প্লেয়ার ও ব্যাংকার লোকমান আহমদ, জেলা ব্যাডমিন্টন কমিটির সাবেক সম্পাদক অচ্যুৎ ভট্টাচার্য অজিত, বিভাগীয় ব্যাডমিন্টন কমিটির সম্পাদক ও আম্পায়ার জহর চৌধুরী বাবু, জেলা ব্যাডমিন্টন কমিটির যুগ্ম সম্পাদক জুনাইদ আহমদ রাসেল, চৌকষ ব্যাডমিন্টন একাডেমির পরিচালক মঞ্জুর আল মামুন, ব্যাডমিন্টন কমিটির সদস্য চন্দ্র শেখর বদর, সাবেক ন্যাশনাল ফুটবলার সাহাজ উদ্দিন টিপু, সিলেট জেলা দলের সাবেক ফুটবলার তুহিন আহমদ, এ্যামেচার ব্যাডমিন্টন প্লেয়ার শামিম আহমদ, সিলেট ব্যাডমিন্টন উন্নয়ন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল কাদির, সাবেক ন্যাশনাল ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন এনামুল হক এনাম, দৈনিক সবুজ সিলেটের সিনিয়র স্টাফ রিপোর্টার নুরুল হক শিপু, সিলেট জেলা দলের সাবেক ফুটবলার আজাদুর রহমান চঞ্চল, যুবনেতা জাকির আহমদ, ক্লেমন সুরমা ক্রিকেট একাডেমির কোচ ইকরাম আহমদ, সাবেক জুনিয়র ন্যাশনাল ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন খায়রুল হক অপু, ন্যাশনাল ব্যাডমিন্টন প্লেয়ার আশফাক সাদাকাত রবিন, তানভীর আহমদ, রাঈদ আহমদ, মারজানুল ইসলাম, সুজন মিয়া প্রমুখ।
Leave a Reply