হংকংয়ে বুধবার গণতন্ত্রপন্থীদের ওপর পটকা ছুঁড়ে মারার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছে।
বিবিসি জানিয়েছে, তিন শুই ওয়াই জেলায় গণতন্ত্রপন্থীরা একটি পুলিশ স্টেশনের বাইরে অপেক্ষা করছিলেন। স্টেশনে বিক্ষোভকারীদের কয়েক জনকে আটকে রাখা হয়েছিল। তাদের সমর্থন জানাতে অবস্থানরত কর্মীদের লক্ষ্য করে একটি গাড়ি থেকে পটকা ছুঁড়ে মারা হয়।
এর আগে বুধবার সকালে ৪৪ জন বিক্ষোভকারীকে আদালতে হাজির করে পুলিশ। তাদের বিরুদ্ধে দাঙ্গার অভিযোগ আনা হয়েছে। দোষী সাব্যস্ত হলে তাদের ১০ বছরের কারাদণ্ড হতে পারে।
জ্যাক হ্যাজলউড নামের এক প্রচারকারী মেসেজিং অ্যাপ টেলিগ্রাম ও অন্যান্য অনলাইন সূত্র থেকে সংগ্রহ করে হামলার একটি ভিডিও পোস্ট করেছেন। এতে দেখা গেছে, পটকা ছুঁড়ে একটি গাড়ি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে চলে যাচ্ছে। হামলাকারীদের চিহ্নিত করা যায় নি।
পুলিশ অবশ্য এ ঘটনার ‘তীব্র নিন্দা’ জানিয়েছে। এ ঘটনার তদন্ত করা হবে বলেও জানিয়েছে তারা।
গত মাসে অপরাধী প্রত্যর্পন বিল বাতিলের দাবিতে গণতন্ত্রপন্থীরা আন্দোলন শুরু করে। দাবির মুখে হংকংয়ের প্রধান নির্বাহী ক্যারি ল্যাম বিলটিকে ‘মৃত’ ঘোষণা করেন। তবে তিনি এটি বাতিল করেন নি। এর পরই ল্যামের পদত্যাগ, জাতীয় নির্বাচনসহ বেশ কয়েকটি দাবিতে আন্দোলনে নামে গণতন্ত্রপন্থীরা। গত ২১ জুলাই তাদের বিক্ষোভ মিছিলে হামলা চালায় একটি সন্ত্রাসী গ্রুপ। বিক্ষোভকারীদের দাবি, এর পেছনে সরকারের হাত রয়েছে।
Leave a Reply