সিলেট :: বঙ্গবন্ধু মেডিকেল টেকনোলজিস্টের ৭ম প্রতিষ্ঠা উপলক্ষে ঢাকার জনস্বাস্থ্য ইনিস্টিউটের হলরুমে জেলা প্রতিনিধি সম্মেলন ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগের স্বাস্থ্য জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ডা. কামরুল হাসান খান।
অনুষ্ঠানে বিগতদিনের সাংগঠনিক কর্মকান্ডের উপর ভিত্তি করে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়। সিলেট জেলা বিএমটিপির সাধারণ সম্পাদক সুমন পাল সেরা সংগঠক নির্বাচিত হন।
টেকনোলজিস্টদের তিনদফা দাবীসহ বেকার টেকনোলজিস্টদের কর্মসংস্থানের জন্য সিলেট জেলার টেকনোলজিস্টদের সব চেয়ে বড় সংগঠন বিএমটিপি (বঙ্গবন্ধু মেডিকেল টেকনোলজিস্ট) বিগতদিন থেকে কাজ করে যাচ্ছে নিরলসভাবে।
অনুষ্ঠান সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন খান এবং সঞ্চালনা করেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আশিকুর রহমান।
Leave a Reply