হংকংয়ের উত্তরের জেলা ইউয়েন লংয়ে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারগ্যাস নিক্ষেপ করেছে পুলিশ।
গত সপ্তাহে গণতন্ত্রপন্থিদের ওপর মুখোশ পরিহিত সশস্ত্র ব্যক্তিদের হামলার প্রতিবাদে শনিবার কয়েক হাজার লোক বিক্ষোভ বের করলে এ ঘটনা ঘটে।
বিক্ষোভকারীদের দাবি, পুলিশ এসব হামলার ঘটনায় চোখ বন্ধ করে রেখেছে এবং হামলাকারীদের সঙ্গে তাদের যোগসাজশ রয়েছে। পুলিশ অবশ্য এ দাবি প্রত্যাখ্যান করেছে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শনিবারের বিক্ষোভ মিছিলের অনুমোদন ছিল না পুলিশের। তবে এর পরও কয়েক হাজার লোক বিক্ষোভ মিছিল করে এবং পুলিশের বিরুদ্ধে স্লোগান দেয়। পুলিশকে লক্ষ্য করে বিক্ষোভকারীরা পাথর ও বোতল ছুঁড়ে মারে। কয়েকটি স্থানে সড়কে প্রতিবন্ধকও দিয়েছিল বিক্ষোভকারীরা। এর জবাবে অন্তত একটি স্থানে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারগ্যাস নিক্ষেপ করে পুলিশ।
কেভিন নামে এক বিক্ষোভকারী বলেন, ‘তারা জনগণকে ব্যর্থ করেছে। তারা আমাদের ওপর প্রতিশোধ নেওয়া জন্য বিক্ষোভকারীদের পেটাতে ইচ্ছা করে অপরাধীদের সুযোগ দিয়েছে। আমরা এখানে এসেছি তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য।’
গত সপ্তাহ ধরে হংকংয়ে সরকার বিরোধী বিক্ষোভ চলছে। বিতর্কিত প্রত্যর্পণ বিল বাতিলের দাবিতে প্রথম বিক্ষোভ শুরু হয়েছিল। আন্দোলনের মুখে বিলটি বাতিল না করলেও একে মৃত ঘোষণা করেন হংকংয়ের প্রধান নির্বাহী চীনপন্থি হিসেবে পরিচিত ক্যারি ল্যাম। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বিক্ষোভকারীরা হংকংয়ের গণতান্ত্রিক সংস্কার, ক্যারি ল্যামের পদত্যাগ এবং পুলিশের সহিংসতার তদন্ত দাবি করেছে।
Leave a Reply