শোনা যাচ্ছে, রিয়াল মাদ্রিদ ছেড়ে চাইনিজ ক্লাব জিয়াংসু সুনিংয়ে যোগ দিতে যাচ্ছেন গ্যারেথ বেল। বেলকে অবিশ্বাস্য অঙ্কের বেতন প্রস্তাব করেছে তারা
রিয়াল মাদ্রিদ যে ছাড়ছেন, সেটা বেশ কয়েক মাস ধরেই বোঝা যাচ্ছিল। কিন্তু বেলের যা বেতন, সে বেতন দেওয়ার সামর্থ্য খুব কম ক্লাবেরই ছিল। তাই ইন্টার মিলান, ম্যানচেস্টার ইউনাইটেড, টটেনহাম হটস্পারের মতো ক্লাবগুলো তাঁকে নিতে আগ্রহী হলেও ৩০ বছর বয়সী বেলের জন্য সাপ্তাহিক ৬ লাখ পাউন্ড খরচ করতে রাজি ছিল না কেউই। অবশেষে বেলের বেতন দেওয়ার জন্য ক্লাব পাওয়া গেছে। শুধু তাই-ই নয়, বেলের বেতন প্রায় দ্বিগুণ করতেও আগ্রহী ক্লাবটি। চীনের ক্লাব জিয়াংসু সুনিং এ অবিশ্বাস্য বেতনেই বেলকে দলে ভেড়াতে চাচ্ছে। দলবদলের বিষয়টি পাকা হলে সপ্তাহে এক মিলিয়নেরও বেশি আয় করতে যাচ্ছেন বেল!
বার্সেলোনায় বর্তমানে মেসির আয় প্রতি সপ্তাহে ১.৭ মিলিয়ন পাউন্ড। জিয়াংসু সুনিংয়ে গেলে বেলের আয় হবে প্রতি সপ্তাহে প্রায় ১.২ মিলিয়ন ইউরো, যা তাঁর বর্তমান বেতনের প্রায় দ্বিগুণ। মেসির কাছাকাছি বেতন হবে তাঁর। চীনে এখন সবচেয়ে বেশি বেতন দেওয়া হয় হেবেই চায়না ফরচুনের আর্জেন্টাইন উইঙ্গার এজেকুয়েল লাভেজ্জিকে। সপ্তাহে পাঁচ লাখ পাউন্ড আয় করেন তিনি। বেল চীনে পাড়ি জমালে লাভেজ্জির চুক্তিও অনেক সাধারণ বলে মনে হবে!
স্প্যানিশ সংবাদমাধ্যমের মতে, আজকালকের মধ্যেই আনুষ্ঠানিক ঘোষণা এসে যাবে, বেলের জিয়াংসু সুনিংয়ে যাওয়ার ব্যাপারে। শোনা যাচ্ছে, বেলের সঙ্গে তিন বছরের চুক্তি করছে সুনিং।
এদিকে কোচ জিনেদিন জিদান যে বেলকে রিয়াল মাদ্রিদে আর এক মুহূর্তের জন্যও চান না, গত সপ্তাহে তা স্পষ্ট করেছেন। বায়ার্ন মিউনিখের বিপক্ষে মৌসুম পূর্ব প্রীতি ম্যাচের পর জিদান কোনো ধরনের লুকোছাপা না করেই বলেছিলেন, যত তাড়াতাড়ি সম্ভব বেল যেন রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে যান। জিদানের এ বক্তব্য হজম করতে পারেননি বেলের এজেন্ট। জিদানকে ফালতু লোক বলে আখ্যা দিয়েছিলেন তিনি।
Leave a Reply