বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ১০:৩৬ পূর্বাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
টহল, পাহারা ও পোস্ট সামলানোর দায়িত্বে ধোনি!

টহল, পাহারা ও পোস্ট সামলানোর দায়িত্বে ধোনি!

ভারতীয় ক্রিকেটের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি দলের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজে যাচ্ছেন না। ধোনি নিজেকে সরিয়ে নিয়েছেন সফর থেকে। তার পরিবর্তে ওই সময় তাকে দেখা যাবে কাশ্মীরে।

৩১ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত তিনি আর্মির ভিক্টর বাহিনীর হয়ে ওখানে থাকবেন।

টহলদারি, পাহারা ও পোস্ট সামলানোর দায়িত্বে থাকবেন আর্মির প্যারাশ্যুট ইউনিটের লেফটেন্যান্ট কর্নেল (সম্মাননীয়) মহেন্দ্র সিংহ ধোনি।

আগামী দু’মাসের জন্য ক্রিকেট থেকে বিশ্রাম নিয়েছেন তিনি। ধোনি জওয়ানদের সঙ্গে প্রশিক্ষণ নেবেন এবং যে কোনো সাধারণ সেনার মতোই জীবনযাপন করবেন ওখানে। ধোনির ব্যাটেলিয়নের হেড কোয়ার্টার বেঙ্গালুরুতে হলেও এই মুহূর্তে কাশ্মীরে রয়েছে।

২০১৫ সালে ধোনি একজন প্যারাট্রুপার হিসেবে যোগ্যতা অর্জন করেন আগ্রা প্রশিক্ষণ শিবিরে ভারতীয় সেনা বিমান থেকে পাঁচটি প্যারাশ্যুট ট্রেনিং জাম্প নিয়ে।

বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হারের পরে ধোনির অবসর নিয়ে জল্পনা শুরু হয়।

রোববার বিসিসিআইয়ের নির্বাচন কমিটির চেয়ারম্যান এমএসকে প্রসাদ জানান, ধোনি অবসর নিচ্ছেন না।

সূত্র: এনডিটিভি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.

আর্কাইভ

Weather

booked.net




© All Rights Reserved – 2019-2021
Design BY positiveit.us
usbdnews24