মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে নিজের লেখা বই উপহার দিতে চান কর্পোরেট আস্ক এর সিইও নিয়াজ আহমেদ। ‘ডোনাল্ড ট্রাম্প’ নামেই বাংলায় বইটি লিখেছেন নিয়াজ আহমেদ।
নিয়াজ তার সামাজিক যোগাযোগ মাধ্যম লিনকিন অ্যাকাউন্টে পোস্ট করে বলেন, `আমি ট্রাম্পের সঙ্গে দেখা করতে গেলে অবশ্যই তাকে নিয়ে লেখা বইটা তাকে উপহার দিতাম। আমার জীবনে আমি এতো ইফোর্ট কোনো কাজে দেইনি, এই বইটা লিখতে যে পেইন নিয়েছি। তবুও, আই ডিড ইট।’
‘এছাড়া তার লেখা বইগুলোর জন্যে আমি তাকে ধন্যবাদ দিতাম। তার বই পড়ে আমি অনুপ্রাণিত। তাকে আমার বাসায় দাওয়াত করতাম। এটা আমার জন্যে গর্বের যে, আমেরিকার প্রেসিডেন্টকে আমার দেয়ার মতো উপহার আছে। যেটা এখনও হয়তো তিনি জানেনই না। তবে শিগগিরই তিনি তা জানতে পারবেন।’
Leave a Reply