বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার অভিযোগে হিন্দু সম্প্রদায়ের আন্তর্জাতিক সংগঠন ‘ইসকন’ এর বিচারের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে সংগঠনটির ঢাকা মহানগর শাখা এ কর্মসুচি পালন করে।
বক্তারা বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য মডেল। এখানে সবাই নিজ নিজ ধর্ম নিজেদের ধর্মীয় অনুশাসনে পালন করে থাকে। কিন্তু কোমলমতি শিশুদের কৌশল করে ভিন্ন ধর্মের সবক দেয়া অত্যন্ত গর্হিত কাজ। এ ধরনের কাজে ইসকন জড়িত। আমরা দ্রুত তাদের বিচার দাবি করছি।
ফ্রন্টের মহানগর সভাপতি অধ্যক্ষ আবু জাফর মুহাম্মদ হেলাল উদ্দীনের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল হাকিমের সঞ্চালনায় মানববন্ধনে মানববন্ধনে বক্তব্য রাখেন দলটির নেতা মাওলানা আ ন ম মাসউদ হোসাইন আল-কাদেরী, মোহাম্মদ আব্দুল মতিন, মাহমুদুল হাসান আনসারী, এড. মোখতার আহমদ সিদ্দিকী, মোহাম্মদ জসিম উদ্দিন নূরী, মোহাম্মদ আব্দুল হাই, মুহাম্মদ আবুল কালাম আজাদ, হাফেজ মোহাম্মদ উমর ফারুক, মুহাম্মদ মাসউদ হোসাইন, মোহাম্মদ আবুল কালাম, খাজা মুহাম্মাদ সাইফু হক আকন্দ, দিদার হোসাইন রাকিব, মুহাম্মদ দিদার হোসেন, হাবিবুর রহমান প্রমূখ।
Leave a Reply