বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ১০:৩৫ পূর্বাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
বিল গেটস আর শীর্ষ ধনী নন

বিল গেটস আর শীর্ষ ধনী নন

গত সাত বছরে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের শীর্ষ ধনীর তালিকায় মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসের নাম কখনোই দুইয়ের নিচে নামেনি। তবে মঙ্গলবার গেটসকে তালিকায় তিন নম্বরে রেখে দুই নম্বরে উঠে গেছেন ফরাসি ব্যবসায়ী বার্নার্ড আরনাল্ট। আর এক নম্বরে চলে এসেছেন আমাজন ডটকমের প্রতিষ্ঠাতা জেফ বোজেস।

 

তালিকায় দেখা গেছে, বোজেসের সম্পদের পরিমাণ ১২ হাজার ৫০০ কোটি ডলার। চলতি বছর বোজেস হারিয়েছেন ৬৫ কোটি  ৬০ লাখ ডলারের সম্পদ।

 

তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা বার্নার্ড আরনাল্ট বিলাসবহুল পণ্য উৎপাদনকারী। প্যারিসের এই ব্যবসায়ীর সম্পদের পরিমাণ ১০ হাজার ৮০০ কোটি মার্কিন ডলার। চলতি বছরের প্রথম ছয় মাসেই আরনাল্ট তার সম্পদের মধ্যে তিন হাজার ৯০০ কোটি ডলার যোগ করেছেন। ব্লুমবার্গের তালিকায় থাকা ৫০০ ধনীর মধ্যে এই সময়ে অর্জিত সম্পদের পরিমাণ সবচেয়ে বেশি।

 

আরনাল্টের বহুজাতিক বিলাসবহুল ভোগ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান বিশ্বের সেরা ব্যান্ড লুইস ভুইটন, ক্রিশ্চিয়ান ডায়র এবং গিভেন্সিকে নিয়ন্ত্রণ করে। ৭০ বছরের আরনাল্ট কয়েক মাস আগে প্যারিসের নটর ডেম ক্যাথেড্রাল পুনর্নির্মাণে ২০ কোটি মার্কিন ডলার অনুদান দেওয়ার ঘোষণা দিয়ে প্রথম সংবাদ শিরোনামে আসেন।

 

এদিকে তালিকায় দেখা গেছে, চলতি বছর বিল গেটস পাঁচ কোটি ৮৮ লাখ ডলারের সম্পদ হারিয়েছেন। সেই সুবাদে তার সম্পদের পরিমাণ ১০ হাজার ৭০০ কোটি ডলারে এসে দাঁড়িয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.

আর্কাইভ

Weather

booked.net




© All Rights Reserved – 2019-2021
Design BY positiveit.us
usbdnews24