চলতি বছরের বহুল প্রতীক্ষিত সিনেমা সাহো। বাহুবলি সিনেমা খ্যাত প্রভাস অভিনীত সিনেমাটির জন্য দর্শকরা অধির আগ্রহে অপেক্ষা করছেন।
এরই মধ্যে সিনেমাটির টিজার, ট্রেইলার ও গান প্রকাশিত হয়েছে। দর্শকের মধ্যে সেগুলো বেশ সাড়াও ফেলেছে। বিশেষ করে ট্রেইলারে বেশ কিছু অ্যাকশন দৃশ্যের ঝলক দেখা গেছে, যা সিনেমাটি নিয়ে দর্শকের আগ্রহ আরো বাড়িয়ে দিয়েছে।
সাহো সিনেমাটি তৈরি করতে মোটা অঙ্কের খরচা করছেন নির্মাতারা। সিনেমাটির বাজেট ৩০০ কোটি রুপি। এদিকে ভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, সিনেমাটিতে আট মিনিটের একটি অ্যাকশন দৃশ্য রয়েছে যা তৈরি করতে ব্যয় হয়েছে ৭০ কোটি রুপি। আবু ধাবিতে শুটিং করা এই দৃশ্যে ব্যবহৃত হয়েছে মোটরবাইক, ট্রাক, স্পোর্টস কার ইত্যাদি।
সিনেমাটির অ্যাকশন দৃশ্যগুলোর কোরিওগ্রাফি করেছেন ট্রান্সফরমার্স (২০০৭) ও ডাই হার্ড (১৯৮৮)সিনেমাখ্যাত কেনি বেটস।
সাহো সিনেমাটি পরিচালনা করেছেন সুজিত। প্রভাস ছাড়াও এতে আরো অভিনয় করেছেন শ্রদ্ধা কাপুর, অর্জুন বিজয়, মন্দিরা বেদি, নীলি নীতিন মুকেশ, জ্যাকি শ্রফ প্রমুখ। আগামী ১৫ আগস্ট সিনেমাটি মুক্তির কথা রয়েছে।
Leave a Reply