বাংলাদেশ ::বাংলাদেশ পুলিশের পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার দুই কর্মকর্তাকে বদলি করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে রংপুর রেঞ্জ ডিআইজি অফিসে সংযুক্ত নৌ পুলিশ’র পুলিশ সুপার মো. শাহরিয়ারকে ট্রাফিক ট্রেনিং অ্যান্ড ড্রাইভিং স্কুল (টিডিএস) এর পুলিশ সুপার ও এন্টি টেরোরিজম ইউনিটের পুলিশ সুপার মো. মেহেদুল করিম পিপিএমকে রংপুর রিজার্ভ ফোর্স (আরআরএফ) এর কমান্ড্যান্ট (পুলিশ সুপার) হিসেবে বদলি করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়।
এর আগে ১৪ জুলাই দুইটি পৃথক প্রজ্ঞাপনে পুলিশ সুপার পদমর্যাদার ২৬ কর্মকর্তাকে বদলি করা হয়।
Leave a Reply