রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০৬:৫৫ পূর্বাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
আজকের সংবাদ শিরোনাম :
পদ্মা সেতুর ২৯৪ পাইল ড্রাইভ-ই সম্পন্ন

পদ্মা সেতুর ২৯৪ পাইল ড্রাইভ-ই সম্পন্ন

পদ্মা সেতুর শেষ পাইল ড্রাইভের কাজ শেষ হয়েছে। এ নিয়ে মোট ২৯৪টি পাইল ড্রাইভের সবগুলোরই কাজ সম্পন্ন হলো।

 

রোববার সকালে সেতুর ২৬ নম্বর পিলারের ৭ নম্বর পাইল ড্রাইভের কাজ শুরু হয়। শেষ হয় রাতে।

 

পদ্মা সেতুর সহকারী প্রকৌশলী আহসান উল্লাহ মজুমদার শাওন বলেন, পদ্মা সেতুতে মোট ২৯৪টি পাইল ড্রাইভের কাজের মধ্যে ২৯৩টি আগে সম্পন্ন হয়। আজ শেষ পাইলটির ড্রাইভের কাজ সম্পন্ন হয়েছে।

 

 

 

সকালে উপস্থিত ছিলেন পদ্মা সেতুর তত্ত্বাবধায়ক প্রকৌশলী (নদী শাসন) শারফুল ইসলাম সরকার, প্রকল্প ব্যবস্থাপক ও নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান মো. আব্দুল কাদের, সহকারী প্রকৌশলী আহসান উল্লাহ মজুমদার শাওন, সহকারী প্রকৌশলী সাদ্দাম হোসেন আজাদ, সহকারী প্রকৌশলী ইলিয়াস আহমেদ, উপ-সহকারী প্রকৌশলী শরিফুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী রাজু আহমেদ প্রমুখ।

 

পদ্মা সেতুর মোট ৪২টি পিলারের মধ্যে ৩০টি পিলারের কাজ সম্পূর্ণ হয়েছে। স্থায়ী ১২টি ও অস্থায়ী ২টি মিলিয়ে মোট ১৪টি স্প্যান বসেছে। এতে মূল সেতুর ২১০০ মিটার দৃশ্যমান।

 

অন্যদিকে, নদীর দুই পাড়ে থাকা ভায়াডাক্টের ওপর ৭টি করে ১৪টি রেলওয়ে স্প্যান এবং জাজিরা প্রান্তে ২৩৪টি সুপার-টি গার্ডার ও মাওয়া প্রান্তে ২০৪টি সুপার-টি গার্ডার মিলিয়ে মোট ৪৩৮টি সুপার-টি গার্ডার বসবে। এতে মোট রোডওয়ে স্প্যান হবে ৮৩টি। রেলওয়ে গার্ডারের স্প্যান বসেছে ৭টি। তবে, রোডওয়ে সুপার-টি গার্ডারের কোনো স্প্যান এখনো বসানো হয়নি।

 

গত ৩০ জুন পর্যন্ত মূল সেতুর বাস্তব কাজের ৮১ শতাংশ, নদী শাসন কাজের ৫৯ শতাংশ এবং প্রকল্পের সার্বিক কাজের ৭১ শতাংশ অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে সেতু কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.

আর্কাইভ

Weather

booked.net




© All Rights Reserved – 2019-2021
Design BY positiveit.us
usbdnews24