ক্রিকেটের বড্ড ভক্ত অক্ষয় কুমার। কিন্তু ছেলে আরভ একদম ক্রিকেট পছন্দ করে না। কেন? কারণ বাবা ক্রিকেট নিয়ে এতটাই মশগুল হয়ে পড়ে যে ছেলেকে একেবারেই সময় দেয় না।
এই কারণেই ক্রিকেটের প্রতি নাকি কোনো টান নেই অক্ষয়-টুইঙ্কলের ছেলের।
সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে অক্ষয় বলেন, আমার ছেলে ক্রিকেটের সঙ্গে একেবারে নেই। কিন্ত নিতারা রয়েছে। নিতারা ৬ বছরের, তবুও মন দিয়ে ক্রিকেট দেখে। আমার ছেলে ক্রিকেট পছন্দ করে না। কারণটা অবশ্য আমি, এত দেখি যে ও বিরক্ত হয়ে যায়।
ক্রিকেট প্রসঙ্গে বলতে গিয়ে নস্ট্যালজিক হয়ে পড়েন অক্ষয়। তার সবচেয়ে প্রিয় দুই ক্রিকেটারের নাম সৌরভ গাঙ্গুলি ও হরভজন সিং। নিজের খেলা নিয়ে অক্ষয়ের দাবি, আমি স্কুলে ক্রিকেট খেলতাম। আমি অবশ্য বোলিং বা ব্যাটিং নয়, বরং ফিল্ডিংয়ের জন্য টিমে জায়গা পেতাম।
কাজের জায়গায় অক্ষয় আপাতত রোহিত শেট্টির সূর্যবংশী ছবি নিয়ে ব্যস্ত। ছবিতে তার বিপরীতে দেখা যাবে ক্যাটরিনা কাইফকে।
Leave a Reply