মঙ্গলবার, ০৮ Jul ২০২৫, ০৫:২৪ পূর্বাহ্ন

নোটিশ :
Welcome To Our Website...
আজকের সংবাদ শিরোনাম :
সিলেট-৬ আসনের বিএনপি নেতাকর্মীদের মিলনমেলা

সিলেট মহানগর যুবদল সহ সভাপতিদের অভিনন্দন

যুক্তরাজ্য যুবদলের সহ সভাপতি নির্বাচিত হলেন শামীম তালুকদার

১২ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে ট্রাম্পের নিষেধাজ্ঞা আগামী বছরের ৩০ জুনের পর দায়িত্বে থাকবেন না ড. ইউনূস : প্রেস সচিব সরকার প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা রক্ষায় বদ্ধপরিকর: প্রধান উপদেষ্টা ভারতের পুশইন উসকানি নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জন খালাস

শুল্কমুক্ত হচ্ছে আরও ১০০ পণ্য

যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানি বাড়াতে চায় বাংলাদেশ

জুলাই-আগস্টে বাংলাদেশে কোনো গণহত্যা হয়নি: চিফ প্রসিকিউটর তাজুল ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত ভারত-পাকিস্তান
অটোরিকশা চালক শিরিনের জীবনের গল্প ভাইরাল

অটোরিকশা চালক শিরিনের জীবনের গল্প ভাইরাল

ভারতের মুম্বাইয়ের এক সাহসী নারীর জীবনের গল্প সামাজিক যোগাযোগমাধ্যমে এখন ভাইরাল। জীবনের হাল ধরতে দমে না যাওয়া শিরীন বর্তমানে অনেকের কাছে সফলতার গল্প।

ইন্ডিয়া টু ডে জানায়, হিউম্যানস অব বোম্বাই নামে এক ফেসবুক পেজে উঠে আসে শিরিনের জীবন লড়াই। কীভাবে একজন নারী হয়েও রাস্তা দাবড়িয়ে বেড়াচ্ছেন ইঞ্জিনচালিত অটোরিকশা নিয়ে।

রক্ষণশীল মুসলিম পরিবারেই শিরিনের জন্ম। বাবা-মায়ের দাম্পত্যজীবন সুখের ছিল না। প্রতিদিনই তাদের মধ্যে ঝগড়া লেগে থাকত। শিরিনের অল্প বয়সেই তাদের মধ্যে বিচ্ছেদ ঘটে। পরে মা আবার বিয়ে করেন। মায়ের এ বিয়ে মেনে নিতে পারেনি সমাজ। চরিত্রহীনা অপবাদ শুনতে শুনতে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করেন শিরিনের মা।

একইভাবে তার বোনও নির্যাতনের শিকার হন শ্বশুরবাড়িতে। যৌতুকের দায়ে তাকে বিষপান করে মারা হয়। এদিকে বাবাও আরেক বিয়ে করে হয়ে গেলেন আলাদা।

শিরিনের বিয়ে হয়েছিল। তার তিনটি সন্তান। কিন্তু মায়ের মতো দুর্ভাগা এ নারীরও টেকেনি সংসার। শেষপর্যন্ত সন্তানদের নিয়ে নেমে পড়লেন হাল না ছাড়া এক জীবনযুদ্ধে।

তিনি বলেন, তিনটা ছোট মুখ নিয়ে আমি রাস্তায় নেমে আসলাম। এমন দুঃসময়ে আমার কাছে কোনো অর্থও ছিল না। তখন ফুটপাতে বিরিয়ানি বেচতে শুরু করলাম। কিন্তু পুলিশ সেটি তুলে দিল। আমার স্বামী ছিল অটোরিকশা চালক। তার মতো তখন আমিও অটোরিকশা চালাতে শুরু করলাম।

সে অটোরিকশা চালিয়েই শিরিন এখন স্বাবলম্বী। সন্তানদেরও প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখছেন। বাচ্চাদের জন্য মোটরকার কেনারও ইচ্ছা প্রকাশ করেন তিনি।

শুরুতে অনেকেই তার সমালোচনা করত। মেয়ে হয়ে অটোরিকশা চালায় বলে কটু কথা বলত, অশ্লীল মন্তব্য করতেও ছাড়তো না। তবে আবার অনেকেই তার এ সাহসিকতার প্রশংসা করত। অনেক প্যাসেঞ্জার তাকে ঝরিয়ে ধরে বাহবাও দিয়েছে।

তবে এক প্যাসেঞ্জারের কথা প্রসঙ্গে তিনি বলেন, একবার গাড়িতে এক ভদ্রলোক উঠেছিলেন। আমি যে নারী তিনি সেটা খেয়াল করেননি। ফলে ভাই বলে সম্বোধন করেছিলেন। পরে যখন তিনি বুঝতে পারেন, তখন মজা করে আমাকে লেডি দাবাং বলে মন্তব্য করেন ওই ব্যক্তি।

টুইটারে শিরিনের এ গল্প প্রশংসিত হয় বেশ। হাজারেরও বেশি মানুষ তার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.

আর্কাইভ

Weather

booked.net




© All Rights Reserved – 2019-2021
Design BY positiveit.us
usbdnews24