ভারত-নিউজিল্যান্ডের সেমিফাইনালের ম্যাচটি নিয়ে দুই দলই উদ্বিগ্ন। যদিও বিশ্বকাপের আগের আসরগুলোতে একে অপরের মুখোমুখি হয়েছে। কিন্তু এবারই বিশ্বকাপের মতো বড় আসরের সেমিফাইনাল মঞ্চে দুই দল একে অপরের মুখোমুখি হবে।
পরিসংখ্যান বলছে, বিশ্বকাপের আগের আসরগুলোতে তারা ৭ বার মুখোমুখি হয়েছিল। যেখানে ভারত তিন বার ও কিউইরা চার বার জয় পেয়েছিল। কিন্তু এবারের বিশ্বকাপের পারফর্ম্যান্সের বিচারে ভারতের চেয়ে বেশ পিছিয়ে আছে নিউজিল্যান্ড।
তবে সেমির মতো গুরুত্বপূর্ণ ম্যাচে কিউইরা নিজেদের সেরাটা দিয়েই জয় ছিনিয়ে নিতে চাইবে। অন্যদিকে ভারত এই মঞ্চে কোনো রহস্য না দেখতেই পারে। আসরের শুরু থেকেই দল বেশ ছন্দে রয়েছে। তাই সোজা জয় নিয়েই ফাইনালে উঠার স্বপ্ন দেখতেই পারে উপমহাদেশের শক্তিশালী এই দলটি!
Leave a Reply