রাজধানীর গুরুত্বপূর্ণ তিন সড়ক থেকে রিকশা তুলে দেয়ার প্রতিবাদে রামপুরায় বিক্ষোভ করছেন চালকরা।
মঙ্গলবার সকাল ৮টার দিকে প্রথমে উত্তর বাড্ডার ফুজি টাওয়ারের সামনে অবস্থান নেন তারা। রামপুরার ওয়াপদা রোড, উত্তর বাড্ডা ও কুড়িল বিশ্বরোডে সড়কও তারা অবরোধ করেছেন। এর ফলে সৃষ্টি হয়েছে যানজট।
অবরোধকারীরা ঢাকার সব সড়কে রিকশা চলাচলের অনুমতি দেওয়ার দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।
জানা গেছে, আজ সকাল ৮টা থেকে শুরু হওয়া রিকশাচালকদের এ আন্দোলন দুপুর ১টা পর্যন্ত চলবে।
বাড্ডা থানার ডিউটি অফিসার এসআই আব্দুল মান্নান জানান, সড়কে রিকশাচালকরা অবস্থান নেওয়ায় যান চলাচল বন্ধ রয়েছে। যান চলাচল স্বাভাবিক করতে চেষ্টা চলছে।
Leave a Reply