খেলাধুলা ডেস্ক ::কোপা আমেরিকার সেমিফাইনালে হঠাৎই আলোচনায় ভদ্র খেলোয়াড় মেসি। লাল কার্ড অতঃপর টুর্নামেন্ট থেকে বাদ। এ নিয়ে আয়োজক ব্রাজিল এবং ম্যাচ রেফারিদের এক হাত নিলেন এ সুপারস্টার। আর্জেন্টাইন অধিনায়ক ধুয়ে দেন ল্যাটিন আমেরিকার ফুটবল কর্তৃপক্ষ কনমেবলকেও। যার ফলশ্রুতিতে এবার নিষিদ্ধ হতে পারেন দুই বছরের জন্য।
অল ফুটবল জানায়, কনমেবল মেসির শাস্তি নিয়ে গভর্নিং বডিতে আলোচনায় বসতে যাচ্ছে। যদি দুই বছর নিষিদ্ধ হয় তাহলে বড় ধরণের সমস্যায় পড়তে যাচ্ছে আর্জেন্টিনা ফুটবল। ২০২২ কাতার বিশ্বকাপের বাছাইপর্ব এবং ঘরের মাঠে ২০২০ সালের কোপা আমেরিকা খেলতে পারবেন না আর্জেন্টাইন খুদে জাদুকর।
Leave a Reply