গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে সারাদেশে বাম গণতান্ত্রিক জোটের ডাকা আধাবেলা হরতাল চলছে। তবে হরতাল পালনকারীরা যান চলাচলসহ বিভিন্নস্থানে বাঁধা প্রদান করলেও হরতালের মাঝে সিলেট স্বাভাবিক রয়েছে জনজীবন।
রবিবার সকাল থেকে হরতালের মাঝেও প্রাইভেট কার, সিএনজি অটোরিকশা মোটরসাইকেলসহ অন্যান্য যানবাহন চলাচল করছে স্বাভাবিকভাবেই। সেই সাথে নগরীর দোকানপাট এবং ব্যবসা প্রতিষ্ঠানও খুলেছে সাধারণ দিনের মতোই। তবে বৃষ্টির কারণে দোকানপাট খুলতে কিছুটা বিলম্ব হয়েছে।
তবে হরতালের সমর্থনে মাঠে ছিলেন বাম গণতান্ত্রিক জোটের নেতাকর্মীরা। সকাল ৯টা থেকে কোর্ট পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল বের করেন তারা। এসময় তারা বন্দরবাজার, ধোপাদিঘীরপাড়, সোবহানীঘাট এলাকায় পিকেটিং করতে দেখা যায়। মিছিল শেষে পুনরায় কোটং পয়েন্টে এসে অবস্থান নেন হরতাল পালনকারীরা। এসময় বৃষ্টি উপেক্ষা করেও কোর্ট পয়েন্টে দাড়িয়ে যানবাহন চলাচলে বাধা প্রদান করেন তারা।
Leave a Reply