বিএনপি খালেদা জিয়ার মুক্তি চাইবে এটাই স্বাভাবিক। কিন্তু দুটি বড় কারণকে বিশেষভাবে সামনে এনেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, ‘প্রথমত, তার মামলাগুলো সম্পূর্ণভাবে সাজানো। দ্বিতীয়ত, একই ধরনের মামলায় সরকার অনুসারীদের জামিন দিচ্ছে। কিন্তু আমাদেরকে জামিন দিচ্ছে না। এটা সম্পূর্ণভাবে বেআইনি।’
শনিবার (৬ জুলাই) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন । বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব- উন নবী খান সোহেলসহ সকল রাজবন্দির নিঃশর্ত মুক্তির দাবিতে এ মানববন্ধনের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি।
ফখরুল বলেন, ‘খালেদা জিয়াকে যে মামলায় সাজা দেয়া হয়েছে। একই ধরনের মামলা প্রধানমন্ত্রীর বিরুদ্ধেও ছিল, ১/১১’র সময়। সেই ১৫ টা মামলা তারা খারিজ করে দিয়েছে, বাতিল করে দিয়েছে। আর খালেদা জিয়ার বিরুদ্ধে নতুন করে আরো মামলা যোগ করা হয়েছে। ’
খালেদা জিয়ার মুক্তি একটা গণদাবি উল্লেখ করে এই বিএনপি নেতা বলেন, দলমত নির্বিশেষে সবাই খালেদা জিয়ার মুক্তি চায় এবং গণতন্ত্রের মুক্তি চায়।
মানবন্ধনে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার। উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম
Leave a Reply