নিউইয়র্ক : জ্যাকসন হাইটসস্থ পালকি পার্টি সেন্টারে গত ৩০ শে জুন রবিবার সন্ধ্যায় সাবেক রাষ্ট্রপতি জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদ’র রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। জাপার সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য হাজী আবদুর রহমানের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী চান্দুর পরিচালনায়, উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক সংসদ বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, উপদেষ্টা মুক্তিযোদ্ধা সৈয়দ শওকত আলী, উপদেষ্টা গিয়াস মজুমদার, উপদেষ্টা সাহাব উদ্দিন বাচ্চু, উপদেষ্টা সাবেক কমিশনার মোহাম্মদ আলী, জাপার সিনিয়র সহ-সভাপতি ও কেন্দ্রীয় সদস্য জসিম উদ্দিন চৌধুরী, জাপার সহ-সভাপতি কেন্দ্রীয় সদস্য এডভোকেট হারিস উদ্দিন আহমেদ, জাপার সহ-সভাপতি গিয়াস উদ্দিন, জাপার সহ-সভাপতি রফিক উদ্দিন, জাপার যুগ্ন সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল করিম, জাপার যুগ্ন সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সদস্য মোঃ ল্যুফুর রহমান, জাপার যুগ্ন সাধারণ সম্পাদক আসেফ বারী টুটুল। জাপার সাংগঠনিক সম্পাদক ওসমান চৌধুরী, যুগ্ন প্রচার ফেরদৌস ওয়াহিদ, যুব সম্পাদক শফি আলম, যুগ্ন দপ্তর জি,এম,ইলিয়াছ, মহিলা সম্পাদক জেসমিন আক্তার চৌধুরী, ছাত্র বিষয় সম্পাদক আক্তার কবির, জাতীয় মহিলা পার্টির সভাপতি ডাক্তার নার্গিস রহমান, জাতীয় শ্রমিক পার্টির সভাপতি আবিদুর রহমান, জাতীয় যুব সংহতির সহ- সভাপতি ইব্রাহিম আলী,নিউ ইর্য়ক স্টেট্র কমিটির সভাপতি এডভোকেট মোহাম্মদ হানিফ ও সাধারণ সম্পাদক ফিরোজ হাসান মিলন, নিউইর্য়ক সিটি কমিটির সভাপতি শুভংকর গাঙ্গালী ও সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, নতুন বাংলা ছাত্র সমাজের সভাপতি মীর জাফর প্রমুখ। দোয়া ও মিলাদ পরিচালনা করেন বাইতুল আতিক জামে মসজিদের খতিব ও পেশ ইমাম অধ্যাপক নজরুল হক।
উল্যেখ্য হুসেইন মুহাম্মদ এরশাদ গুরুতর অসুস্থ হয়ে সম্মলিত সামরিক হাসপাতালের আইসিইউ-তে চিকিৎসাধীন আছেন। প্রবাসী সকল বাংলাদেশীর কাছে নেতার রোগ মুক্তির জন্য দোয়া প্রথর্না করেন।
Leave a Reply