আন্তর্জাতিক:: রাশিয়ার একটি সাবমেরিনে অগ্নিকাণ্ডে ধোঁয়ায় দমবন্ধ হয়ে অন্তত ১৪ জন নাবিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রাশিয়ার সর্বোচ্চ সম্মানসূচক পদবি ‘হিরো অব দ্য রাশিয়ান ফেডারেশন’ জয়ী ৭ জন ক্যাপ্টেন ও ২ জন সার্ভিস পার্সোনেল রয়েছেন।
স্থানীয় সময় সোমবার সাবমেরিনটি রাশিয়ার জলসীমা গবেষণার কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিবিসির খবরে বলা হয়েছে, সাবমেরিনটি কী ধরনের, কিংবা এটিতে মোট কতজন ক্রু ছিলেন- এ নিয়ে বিস্তারিত কোনও তথ্য এখনও জানা যায়নি।
আগুন নেভানোর পর সাবমেরিনটি রাশিয়ার সেভেরোমর্স্কে উত্তরাঞ্চলীয় মূল সামরিক ঘাঁটিতে নেয়া হয়েছে।
এ দুর্ঘটনাকে রুশ নৌবাহিনীর জন্য বিরাট ক্ষতি বলে উল্লেখ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একইসঙ্গে অন্যসব কর্মসূচি বাতিল করে এ দুর্ঘটনা নিয়ে প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন তিনি।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে এরইমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
Leave a Reply