জাতীয় পার্টির প্রেসিডিয়ামের জরুরি সভা ডেকেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি।
বুধবার বিকাল ৩টায় এরশাদের বনানী কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হবে। সভায় দলের সংসদ সদস্যদের উপস্থিত থাকতে বলা হয়েছে।
জানা গেছে, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) এ চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা শঙ্কাজনক। যেকোনো সময় এ অবস্থার আরো অবনতি ঘটতে পারে।
পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের অসুস্থতা, চিকিৎসাসহ তার সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে দলের প্রেসিডিয়ামের এই জরুরি সভা ডাকা হয়েছে।
সভায় বিভাগীয় সাংগঠনিক মতবিনিময়ের প্রস্তাবনা তুলে ধরা হতে পারে। তৃণমূল নেতাদের প্রস্তাবনা নিয়ে আলোচনা পর্যালোচনা হবে প্রেসিডিয়ামের সভায়। এ বিষয় সাংগঠনিক সিদ্ধান্তও আসতে পারে।
প্রেসিডিয়ামের জরুরি সভায় উপস্থিত থাকতে প্রেসিডিয়াম সদস্য ও দলীয় সংসদ সদস্যদের অনুরোধ জানিয়েছেন জাপা মহাসচিব মসিউর রহমান রাঙ্গা এমপি।
Leave a Reply