এডিস মশার কামড়ে ডেঙ্গুজ্বর নামক ভাইরাস জ্বর হয়ে থাকে। অন্য সব ভাইরাস জ্বরের মতো এই জ্বর এমনিতেই পাঁচ থেকে দশ দিনের মধ্যে ভালো হয়ে যায়। তবে লক্ষণ অনুযায়ী অবশ্যই চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসা নেওয়া প্রয়োজন।
ডেঙ্গুজ্বরে সাধারণত উচ্চতাপমাত্রার জ্বর হয়ে থাকে, পাশাপাশি প্রচণ্ড শরীর ব্যথা, চোখের পেছনে ব্যথা, মাথা ব্যথা, বমি, খাবারে অনীহা ইত্যাদি লক্ষণসমূহ থাকে। এছাড়া জ্বরের তিন থেকে চার দিন পর শরীরে লালচে র্যাশ দেখা দিতে পারে। শুধু ডেঙ্গু হেমোরেজিক ফিভারে শরীরের বিভিন্ন জায়গা থেকে রক্তপাত হতে পারে।
ডেঙ্গুজ্বরের চিকিৎসা সাধারণত উপসর্গভিত্তিক। রোগীকে পূর্ণ বিশ্রামে রেখে যতটা সম্ভব তরল খাবার দিতে হবে। শরীরের তাপমাত্রা স্বাভাবিক রাখতে বারবার শরীর মুছে দিতে হবে। পাশাপাশি প্যারাসিটামল ট্যাবলেট খাওয়া যেতে পারে। তবে কোনো অবস্থাতেই ব্যথা কমানোর জন্য ব্যথানাশক খাওয়া যাবে না।
এছাড়া অযথা অ্যান্টিবায়োটিক গ্রহণ প্রয়োজন নেই। কোথাও যাতে পানি জমে না থাকে সেদিকে দৃষ্টি রাখতে হবে। এডিস মশা দিনের বেলা কামড়ায় তাই দিনে ঘুমানোর সময় মশারি ব্যবহার করতে হবে।
Leave a Reply