সিলেট :: বর্ধিত গ্যাসের মূল্য অবিলম্বে বাতিল, গ্যাস খাতে দুর্নীতির মাধ্যমে লুন্ঠিত হাজার হাজার কোটি টাকা উদ্ধার করত: ও বড় বড় দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকাল ৩ টায় বিক্ষোভ মিছিলটি নগরীর বিভিন্ন রাজপথ প্রদক্ষিণ করে কোর্ট পয়েন্টে প্রতিবাদ সভায় মিলিত হয়।
কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম আহবায়ক ও আইনজীবী নাছির উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় সদস্য সচিব মকসুদ হোসেন।
পরিষদের কেন্দ্রীয় সদস্য মানবাধিকার কর্মী সৈয়দ আকরাম আল শাহানের পরিচালনায়
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় নেতা ডা: অরুণ কুমার দেব, সেক্টর কমান্ডার ফোরামের সিলেট জেলা সভাপতি মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমদ, সিলেট জেলা আইনজীবী সমিতির যুগ্ম সম্পাদক জহুরা জেসমিন এডভোকেট, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আব্দুল করিম পাখী মিয়া, গ্যাস বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের কেন্দ্রীয় নেতা মামুন রশীদ এডভোকেট, কয়েছ আহমদ সাগর, সিলেট পোয়েটস ক্লাবের সভাপতি কবি মোস্তাফিজুর রহমান, মুক্তিযোদ্ধা এম আলী জালালাবাদী, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সদস্য রফিকুল ইসলাম শিতাব, যুব ফোরামের কেন্দ্রীয় সভাপতি ইসমত ইবনে ইসহাক সানজিদ, যুগ্ম সাধারণ সম্পাদক জাবেদুল ইসলাম দিদার, যুগ্ম সাংগঠনিক সম্পাদক নিয়াজ কুদ্দুছ খান, সিলেট বিভাগ জনস্বার্থ সংরক্ষণ পরিষদের সাধারণ সম্পাদক শাহিদুর রহমান জুনু, দক্ষিণ সুরমা মানবাধিকার কমিশনের সহ-সভাপতি উজ্জল রঞ্জন চন্দ্র, পুলক দত্ত এলএলবি, সমাজসেবী বিপলু আহমদ, মানবাধিকার কর্মী সুমন চন্দ্র নাথ প্রমুখ।
Leave a Reply