বিনোদন:: বলিউড তারকা আমিশা প্যাটেল গ্রেফতার হতে পারেন। তার বিরুদ্ধে আর্থিক জালিয়াতির অভিযোগে মামলা হয়েছে। আমিশার বিরুদ্ধে আড়াই কোটি টাকা প্রতারণার অভিযোগ এনেছেন প্রযোজক অজয় কুমার সিং। আর এ মামলাতেই আমিশার বিরুদ্ধে সমন জারি করেছেন রাঁচি আদালত।
প্রযোজক অজয় অভিযোগ তুলেছেন, গতবছর মার্চ মাসে তিনি আমিশা ও তার ব্যবসায়িক অংশীদার কুণালকে ২.৫ কোটি টাকা দিয়েছিলেন। তারা বলেছিলেন ওই টাকা দিয়ে ছবি বানাবেন। অজয়কে আমিশা নাকি এও বলেছিলেন, ২০১৮ সালের জুন মাসের মধ্যেই সেই ছবি মুক্তি পাবে। কিন্তু বছর গড়িয়ে গেলেও ছবি মুক্তি না পাওয়ায় অজয় আমিশার কাছে এর কারণ জানতে চান।
অজয়কে আমিশা ও কুণাল জানান, কোনও এক কারণে ছবিটি করা হয়ে ওঠেনি। কিন্তু ওই আড়াই কোটি টাকা ফিরিয়ে দিতে রাজি ছিলেন আমিশা ও কুণাল। আড়াই কোটি টাকার পরিবর্তে তিন কোটির চেক দেন আমিশা। তবে সে চেক বাউন্স হয়ে। অজয় চেক বাউন্সের কথা আমিশা ও কুণালকে জানালে তারা টাকা দিতে অস্বীকৃতি জানায়। কুণাল আমিশার সঙ্গের্ ভারতের প্রভাবশালী কয়েকজনের ছবি দেখিয়ে অজয়কে ভয় দেখান। এরপরই মামলা করেন অজয়।
Leave a Reply