নিউইয়র্কের জ্যাকসন হাইটসের বাংলাদেশী মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান খামারবাড়ি গ্রোসারী আগুনে পুড়ে ছাঁই হয়ে গেছে। আজ শুক্রবার ২৮ জুন ভোর রাতে এক ভয়াবহ অগ্নিকান্ডে ৭৩ স্ট্রীটের এ গ্রোসারীটি ভস্মীভূত হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, শুক্রবার ভোরে হঠাৎ খামারবাড়ি গ্রোসারীতে ঘন কালো ধোয়া বেড়িয়ে আসতে দেখা যায়। কিছুক্ষণ পরই দাউ দাউ করে আগুনের লেলিহান শিখা বেড়িয়ে আসতে থাকে ভেতর থেকে। ফায়র সার্ভিস প্রানান্ত চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনলেও ততক্ষণে পুরো দোকান পুড়ে ছাই হয়ে যায়।
খামারবাড়ির আগুনের লেলিহান শিখার তাপে পাঁচতলার বাণিজ্যিক এ ভবনটির দ্বিতীয় ও তৃতীয় তলার অফিসগুলোরও ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
খামারবাড়ির অন্যতম স্বত্তাধিকারী হারুন ভূইয়া ইউএসএনিউজঅনলাইন.কমকে জানান, আজ শুক্রবার ভোর সাড়ে ৫টায় ২৪ ঘন্টার এ গ্রোসারীটিতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এসময় একজন ক্যাশিয়ার ও ২জন মিট কাটার সেখানে কর্মরত ছিল। ৫/৬ জন কাস্টমার তাদের কেনা-কাটা করছিল। এসময় আকস্মিক অগ্নিকান্ডের ঘটনা ঘটলে সবাই দৌড়ে দোকান থেকে বেড়িয়ে পড়ে। ততক্ষণাত পুলিশ-ফায়ার সার্ভিসে কল করা হয়। কিন্তু অগ্নিকান্ডের ১৮ মিনিট পর ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নেভানোর কাজ শুরু করেন। ততক্ষণে পুরো দোকান পুড়ে ছাই হয়ে যায়। কিভাবে আগুন লেগেছে এর কিছুই জানাতে পারেননি হারুন ভূইয়া। অগ্নিকান্ডের সূত্রপাত সহ পুরা বিষয়টি নিয়ে তদন্তকারীরা কাজ করছেন বলে তিনি জানান। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার মার্শাল অফিস।
হারুন ভূইয়া ইউএসএনিউজঅনলাইন.কমকে জানান, এ অগ্নিকান্ডের ঘটনায় তাদের প্রায় হাফ মিলিয়ন ডলারের ক্ষয়-ক্ষতি হয়েছে।
এদিকে, নিউইয়র্ক থেকে প্রকাশিত ‘সাপ্তাহিক প্রবাস’ সম্পাদক মোহাম্মদ সাঈদ বলেন, ২৮ জুন শুক্রবার সকাল ৫টা ৫৫ মিনিটে ‘সাপ্তাহিক প্রবাস’ পত্রিকার আজকের সংখ্যা প্রেসে পাঠিয়ে জ্যাকসন হাইটসের ৭৩ স্ট্রিটের অফিস থেকে বাসায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম, এমন সময় বিল্ডিয়ের ফায়ার এলার্ম বেজে উঠে। পোড়া গন্ধে দ্রুত দরজায় তালা মেরে বের হয়ে দেখি পাশের ভবনের ‘খামার বাড়ী’ গ্রোসারীতে আগুন নিভাতে ফায়ার ফাইটাররা কাজ শুরু করেছে। যতটুকু দেখলাম কারো জীবনের ক্ষতি হয়নি তবে অনেক চেনা-জানা গ্রোসারীটি প্রায় জ্বলে পুড়ে শেষ। ফায়ার ফাইটাররা যেভাবে সাহসিকতার সাথে ভবনের ছাদে উঠে ও পাশের প্রিমিয়াম সুইটস এবং ‘অবকাশ’ এ অবস্থান নিয়ে আগুনকে ছড়িয়ে না দেয়ার চেষ্টা করেছে তা প্রশংসার দাবী রাখে।
এই দূ:খজনক ঘটনার সূত্রপাত কেমন করে হয়েছিল তা বের করতে তদন্তকারীরা কাজ করছেন।
Leave a Reply