ড. প্রদীপ রঞ্জণ করকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সম্মেলন প্রস্তুতি পরিষদের আহ্বায়ক নির্বাচন করা হয়েছে। গত ২৬ জুন নিউইয়র্কে জ্যাকসন হাইটসের পালকী সেন্টারে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ ও আওয়ামীলীগ পরিবারের এক যৌথ সাধারণ সভায় সর্বসন্মতিক্রমে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের অন্যতম উপদেষ্টা ড. প্রদীপ রঞ্জণ করকে সম্মেলন প্রস্তুতি পরিষদের আহবায়ক নির্বাচন করা হয় বলে সভা সূত্র জানায়।
সাধারণ সভায় জানান হয়, আগামী ২২শে সেপ্টেম্বর আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের সাধারন অধিবেশনে যোগদানের উদ্দেশ্যে নিউইয়র্ক এলে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। সেই সম্মেলনকে সার্বিকভাবে সফল করে তোলার লক্ষে গত ২৬ জুন জ্যাকসন হাইটসের পালকী সেন্টারে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ ও আওয়ামীলীগ পরিবারের যৌথ সাধারণ সভার আয়োজন করা হয়।
সম্মেলন প্রস্তুতি পরিষদের আহবায়ক নির্বাচিত হওয়ার পর ড. প্রদীপ রঞ্জণ কর আসন্ন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সম্মেলন সফল করে তোলার জন্য সকল মহলের সহযোগিতা কামনা করেন
Leave a Reply