আন্তর্জাতিক:: চীনা প্রযুক্তি কোম্পানি হুয়াওয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল মার্কিন সরকার। এবার হুয়াওয়ের ওপর থেকে সবধরণের নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের এ ঘোষণার ফলে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো এখন থেকে আবার হুয়াওয়ের সঙ্গে ব্যবসা করতে পারবে।
শনিবার (২৯ জুন) জাপানের ওসাকায় অনুষ্ঠিত জি-২০ শীর্ষক সম্মেলনে ট্রাম্প এ ঘোষণা দেন।
ট্রাম্প এমন ঘোষণা দেয়ার আগে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে সাইডলাইনে একান্ত বৈঠকে মিলিত হন।
ট্রাম্প জানান, চীনা প্রেসিডেন্টের সঙ্গে তার ‘চমৎকার’ সম্পর্ক রয়েছে। এখন থেকে যুক্তরাষ্ট্রের সকল কোম্পানি যেমন হুয়াওয়ের সাথে ব্যবসা করতে পারবে তেমনি হুয়াওয়ে যুক্তরাষ্ট্র থেকে সব পণ্য কিনতে পারবে।
এর আগে গত মাসে মার্কিন প্রযুক্তি জায়ান্ট গুগল, ইউটিউব এর মতো কোম্পানিগুলো হুয়াওয়ের সঙ্গে আর ব্যবসা করতে পারবে না বলে নিষেধাজ্ঞা আরোপ করেছিল।
Leave a Reply