স্বপ্নজাল’ খ্যাত অভিনেতা ইয়াশ রোহান ও ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির। এ দুই শিল্পীকে নিয়ে ‘গন কেস’ নামে ওয়েব সিরিজ নির্মাণ করেছেন ‘দেবী’ খ্যাত পরিচালক অনম বিশ্বাস।
গতকাল বৃহস্পতিবার থেকে ওয়েব প্লাটফর্ম বায়োস্কোপ অ্যাপে সাত পর্বের সিরিজটি দেখা যাচ্ছে। প্রতি পর্বের দৈর্ঘ্য ২০ মিনিট।
সিরিজটির গল্প লিখেছেন অনম বিশ্বাস, কায়েনাত আহমেদ, আদনান আদীব খান। চিত্রনাট্য রচনা করেছেন অনম বিশ্বাস, মুহম্মদ আবু রাজীন, আদনান আদীব খান, এম আর মুকুট।
এক জুটির ব্রেকআপ, ব্ল্যাকমেইল ও প্রতিশোধ নিয়ে এগিয়েছে ওয়েব সিরিজটির গল্প। ইয়াশ-সাফা ছাড়াও এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আদনান অদীব খান, নূরে আলম নয়ন, ইকবাল, সাইফ ইমাম, ওহি, কৃতিকা, বাবলু, অন্তু আজাদ। এটি প্রযোজনা করেছে বঙ্গবিডি।
পরিচালক অনম বিশ্বাস বলেন, ‘এখন ওয়েব যুগ। প্রথম সিনেমা নির্মাণের পরপরই প্রথম ওয়েব সিরিজ নির্মাণ করে ফেললাম। আমি আমার জায়গা থেকে চেষ্টার ত্রুটি করিনি। মানুষ যেভাবে গল্প দেখে অভ্যস্ত, তার বাইরে গিয়ে অন্যভাবে গল্প বলার চেষ্টা করেছি। ওয়েব সিরিজটির গল্প চেনা মনে হলেও, এটির ভেতর ভিন্ন এক গল্পের অবতারণা আছে।’
ওয়েব সিরিজটিতে ক্লাইমেক্স, সাসপেন্স, কমেডি রয়েছে। কাজটি করতে গিয়ে সিনেমার মতোই উত্তেজনা কাজ করেছে বলেও জানান এই নির্মাতা।
Leave a Reply